যে দলের নেতাদের ঝুঁকি নেয়ার সাহস নেই তাদের ভবিষ্যৎ অন্ধকার : কাদের

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাবলিক ভেয়েস: বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করছেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যে দলের নেতাদের ঝুঁকি নেয়ার সাহস নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির আন্দোলনে মানুষের সমর্থন নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের ইস্যু তামাদি হয়ে গেছে। তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেবে না।

ইমেজ সংকট কাটানো বিএনপির এখনকার প্রধান কাজ হওয়া উচিত বলেও মন্তব্য করেন আ.লীগের সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলন-সংগ্রামের কথা না ভেবে বিএনপি নেতাদের উচিত কীভাবে ইমেজ সংকট কাটাবে সেটি নিয়ে ভাবা।

 

মন্তব্য করুন