আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ আজ সন্ধ্যায়

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

পাবলিক ভয়েস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে) ফরম বিক্রির শেষ দিন আজ বৃহস্পতিবার।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আ.লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

শুক্র ও শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ পদের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

আ.লীগের দফতর সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে আ.লীগ।

চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা।

মনোনয়নপ্রত্যাশীরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আ.লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।

মন্তব্য করুন