

পাবলিক ভয়েস: রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুল আরেফিনকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে তার সঙ্গে থাকা ঢাবি’র সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আতিকুর রহমান জানান, অধ্যাপক সাইদুল বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড ব্রিটিশ কাউন্সিলের পাশে থাকেন। কুমিল্লা থেকে তিনি আজ বুধবার ঢাকায় সায়দাবাদ আসেন।
সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রিকশাচালক তাকে কদম ফোয়ারার পাশে রেখে চলে যায়। এরপরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, তার সঙ্গে থাকা মানিব্যাগ, ঘড়ি, ব্যাগ কিছুই পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, স্টমাক ওয়াশ করানোর পর ঢাবি অধ্যাপককে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।