

সাব্বির আহমেদ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববিতে) মাদক বিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল এ বঙ্গবন্ধু হল ও মাদক বিরোধী কমিটি এই সেমিনারের আয়োজন করে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববির উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ হাসিনুর রহমান, ডীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ববি এবং মাহফুজুর রহমান, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
আরো উপস্থিত ছিলেন ববির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাফর মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ড. মোঃ হাসিনুর রহমান। এরপর “অন্ধকারে আলো” নামের একটি মাদক বিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
ববির উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক তার বক্তব্যে বলেন, আগামীতে কোনো ধুমপায়ীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবেনা। অধুমপায়ীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ধর্মই মাদক বা নেশাকে স্বীকৃতি দেয়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে মাদকমুক্ত ও র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু হল প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল।