

পাবলিক ভয়েস: চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সাথে রয়েছেন সহধর্মিনী রাহাত আরা বেগম।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন মির্জা ফখরুল।