একাডেমিক ভবনে ভোটকেন্দ্র চায় প্রগতিশীল ছাত্র জোট

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।

ঢাবি প্রতিনিধি: তফসিল ঘোষণার আগেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলে না রেখে নিকটস্থ একাডেমিক ভবনে করার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। আজ বৃহস্পতিবার বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেছে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, “পরিবেশ পরিষদে ক্রিয়াশীল অধিকাংশ সংগঠনের দাবি থাকা সত্ত্বেও ভোটকেন্দ্র একাডেমিক ভবনে না করে হলগুলোতেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর মধ্যদিয়ে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের মতামতকেই প্রাধান্য দেয়া হয়েছে। যেহেতু ক্যাম্পাসে ও হলে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের একচ্ছত্র দখলদারিত্ব কায়েম রয়েছে, ফলে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায়।”

প্রগতিশীল ছাত্র জোটের সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুম্মন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সভাপতি সাদেকুল ইসলাম সোহেলসহ আরো অনেকে।

মন্তব্য করুন