

পাবলিক ভয়েস: ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে দীর্ঘ ৭ বছর পার হলেও সাধরণ শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ের পক্ষে নেতৃত্ব দানকারী ছাত্র সংসদ এখনো গঠিত হয়নি। ছাত্র সংসদ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারে।
বাংলাদেশে ছাত্র সংসদ নিয়ে ঘুমোট পরিস্থিতি থাকলেও বর্তমানে সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। তাদের আশা আকাঙ্খা হলো নিজ বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হওয়া।এই আকাঙ্খা এখন দাবিতে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে সকল ছাত্র একতাবদ্ধ হয়েছে ছাত্র সংসদের পক্ষে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব হোসেন ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে গতকাল এক মতবিনিময় সভায় বলেন, ”অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয় তাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলাদা গুরুত্ব বহন করে।”
তিনি তার আলোচনায় আরো বলেন, ”বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইতিমধ্যে আমরা ক্যাম্পাসে ব্যাপক সারা ফেলেছি, যা কিনা সাধারণ শিক্ষার্থীদের দাবিতে পরিণত হয়েছে।”
মতবিনিময় সভা সঞ্চালনার এক পর্যায়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ”ছাত্র সংসদ নির্বাচনের দাবি কোনোক্রমেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা কিছুতেই কাম্য নয়। তাই অচিরেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানাই।