

পাবলিক ভয়েস: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী বাছাইয়ের বর্ধিত সভায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হন। আজ বুধবার দুপুরে রামগতি উপজেলার জমিদারহাট কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীর বাছাইয়ের বর্ধিত সভায় ঘটনার সময় নেতাকর্মীরা উপস্থিত হন। সভা শুরুর আগে তৃণমূলের নির্ধারিত নেতাদের (কার্ডধারী) ছাড়া অন্যদের সভাস্থল থেকে চলে যেতে বলা হয়।
একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ ও আজাদ উদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আরমান হোসেন ও ওসমান গনিসহ উভয় পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হন। উত্তেজিত নেতাকর্মীরা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন।
উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব।
এ ব্যাপারে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সভাস্থলে বসা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।