নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিএনপির বিজয় মিছিল, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে জনতার ঢল। 

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ 

“জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নান্দাইল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫/০৭/২০২৫) বিকেলে আনুমানিক ০৫:০০ টার সময় অনুষ্ঠিত এ মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে এই বিজয় মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম সূর্য। তাঁর উপস্থিতিতে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো নান্দাইল পৌর এলাকা।

বৈরী আবহাওয়ার মাঝেও বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি একটি জনসমুদ্রে রূপ নেয়। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় পৌর বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।

বক্তব্যের এক পর্যায়ে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম সূর্য বলেন, “এই বিজয় মিছিল প্রমাণ করে — জনগণ পরিবর্তন চায়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জাতির মুখে মুখে।”

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, “সরকার বিরোধী আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।”

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এ বিজয় মিছিল ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এ সময় তারা সরকারের দমন-পীড়নের প্রতিবাদ জানান এবং নেতাকর্মীদের মুক্তির দাবি তোলেন।

সামগ্রিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয় ।

মন্তব্য করুন