

নাজমুস সাকিব
আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেয়ায় বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক রুহুল্ল্যাহ আরেফীন দল থেকে পদত্যাগ করেছেন।শুক্রবার (৯ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এ কথা জানান তিনি।
স্ট্যাটাসে রুহুল্ল্যাহ লেখেন, ‘আমি, রুহুল্ল্যাহ আরেফীন, সমাজকল্যাণ সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদল। অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জাতির অস্তিত্ব সংকটের প্রেক্ষাপটে আমার বিবেক আমাকে নীরব থাকতে দিচ্ছে না। গণতন্ত্র হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণকারী ও বিরোধী মত দমনকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমি দৃঢ়ভাবে একমত। কিন্তু আমার দল বিএনপি এখনও এ বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করায় আমি গভীর হতাশা ও নীতিগত দ্বন্দ্বে ভুগছি।’
তিনি আরও লেখেন- ‘এই প্রেক্ষাপটে, দলের বর্তমান অবস্থানের সঙ্গে আমার বিশ্বাস ও মতাদর্শিক অবস্থানের মৌলিক বিরোধ দেখা দেয়ায়, আমি বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।