
পাবলিক ভয়েস: ফেনীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেতে ফেনীতে ১১৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত ফেনী পৌর সুপার মার্কেটে দলীয় কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও জমা দেন।
দলীয় সূত্র জানায়, শেষ সময় পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় ১১৯টি ফরম সংগ্রহ ও জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪০টি, ভাইস চেয়ারম্যান পদে ৫৬টি ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে ২৩টি ফরম জমা দিয়েছেন।
জেলা আ.লীগের দফতর সম্পদক শহীদ উদ্দিন খোন্দকার বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে জেলার সবকটি উপজেলার প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে দলের শীর্ষ নেতারা পরবর্তীকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবেন।
এর আগে ২৭ জানুয়ারি রোববার জেলা আ.লীগের জরুরি সভার উপজেলা পরিষদ নির্বাচন অংশ নিতে প্রার্থীদের দলীয় ফরম সংগ্রহের সিদ্ধান্ত হয়। জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামানকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়। সেখানে পরদিন সোমবার (আজ) বিকেল পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার সময় নির্দিষ্ট করা হয়। সভায় চেয়ারম্যান পদে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা জামা দিয়ে দলীয় ফরম সংগ্রহ করতে বলা হয়।

