

ঢাকা ব্যাংকের রাজধানীর বংশাল শাখার ভল্টে থাকা প্রায় চার কোটি টাকার হদিস মিলছে না। এ ঘটনায় ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবারই ওই দুই কর্মকর্তাকে বংশাল থানায় সোপর্দ করা হয় বলে জানা গেছে।
তারা হলেন- বংশাল শাখার ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ।
ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পারেন, ভল্ট থেকে প্রায় চার কোটি টাকা উধাও হয়েছে। এরপর দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, যেহেতু মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক, এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস