আ.লীগকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে: সৈয়দ মোয়াজ্জেম

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

পাবলিক ভয়েস: ভোটডাকাতি ও গণতন্ত্র হত্যার দায়ে আ.লীগকে এক দিন না একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় শুধু বিএনপির নয়, এ নির্বাচনে পরাজিত হয়েছে দেশের জনগণ, গণতন্ত্র। ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশকে অন্ধকারে ধাবিত করেছে। দেশে একটি কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কালো অধ্যায়ের। সত্য ইতিহাস আগামী প্রজন্ম একদিন জানবে, সেদিন আ.লীগকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

ক্ষমতাসীনরা নোংরা খেলায় মেতে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, আ.লীগও জানে তারা পরাজিত হলে পিলখানা হত্যা, বাংলাদেশ ব্যাংক লুট, সাগর-রুনি হত্যা, রমনা বটমূলে বোমা হামলার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এসব থেকে বাঁচতে সরকার নোংরা খেলা খেলেছে।

এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এমনটি জানিয়ে আলাল বলেন, ভোট ডাকাতির সরকারের অধীনে উপজেলা নির্বাচনে শুধু বিএনপি নয়, বাম জোট, ইসলামী আন্দোলন কেউ অংশ নেবে না। তাই এ নির্বাচন হবে একতরফা।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন