

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
এশিয়ার সবথেকে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং পরবর্তী বৈঠক দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা।
সোমবার সকাল ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজাতের নতুন এ কমিটি ঘোষণা ও দাবি জানানো হয়।
আরও পড়ুন-
আরববিশ্বের নোবেল পুরস্কার খ্যাত শেখ জায়েদ পুরস্কার পেলেন প্রথম ভারতীয় নারী
নাবালক বয়সে বিয়ে ও মাদক রোধে প্রশিক্ষণ সভা
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে খুলনায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন
ইশা ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের বাধা
ইসলাম গ্রহণ করলেন হিন্দু যুবক
স্ত্রীর অভিমানের কাছে হেরে গেলেন স্বামী
বৈঠক থেকে হেফাজত নেতৃবৃন্দ দাবি করেন, অনতিবিলম্বে আটককৃত সকল আলেম-উলামা ও তৌহিদী জনতাদের মুক্তি দিতে হবে। অনেক নির্দোষ আলেম-উলামা ও সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে আছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের মুক্তি দিন। আলেম-উলামাদের বয়ানের মিম্বার ও হাদিসের মসনদে ফেরার ব্যবস্থা করুন।
আরও পড়ুন-
হেফাজতের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা
আল্লামা মামুনুল হকসহ হেফাজত থেকে বাদ পড়েছেন বিতর্কে জড়িতরা
অবিলম্বে আটক নেতাদের মুক্তি চান হেফাজত মহাসচিব
নেতারা বলেন, এছাড়াও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দেশের সকল কওমী মাদরাসা খুলে দেওয়া হোক। কওমী মাদরাসাগুলো দ্বীনি প্রতিষ্ঠান। কওমী মাদরাসাগুলোর কারণে আমাদের দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়। সরকার এর আগেও কওমী মাদরাসাগুলো খুলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, কোনো মাদরাসায় করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি।
আই.এ/পাবলিক ভয়েস