মসজিদুল হারাম থেকে চাকুধারী এক ব্যক্তি আটক (ভিডিও)

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

মক্কার পবিত্র মসজিদুল হারামে একজন চাকুধারী ব্যক্তিকে আটক করেছে সৌদি পুলিশ।

ওই ব্যক্তিকে সন্ত্রাসী গোষ্ঠীর আইএসের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) আসর নামাজের সময় এ ঘটনা ঘটে। আরব নিউজ এ খবর জানিয়েছে।

মক্কা পুলিশ সূত্রে জানা যায়, মসজিদুল হারামের প্রথম তলা থেকে নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক তাঁকে আটক করে। এ সময় তাকে সন্ত্রাসী গোষ্ঠীল সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে একজন সাদা পোশাকের লোককে আইএসের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পবিত্র মসজিদুল হারামের ভেতর সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দেওয়ার নিন্দা জানিয়েছেন পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আল সুদাইস।

মন্তব্য করুন