

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই চিঠির জবাব দিয়েছেন ইমরান খান। নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে ‘সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি’ আবশ্যক বলে জানিয়েছেন ইমরান খান।
ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার মোদিকে লেখা চিঠিতে ইমরান খান লিখেছেন, ‘পাকিস্তানের নাগরিকরাও ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চান।’
ইমরান খান বলেন, ‘আমরা নিশ্চিত যে জম্মু-কাশ্মীরসহ ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ সব বিষয়ের সমাধানের ওপর দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নির্ভরশীল।’
গঠনমূলক ও ফলাফল-নির্ভর সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা আবশ্যক বলেও চিঠিতে উল্লেখ করেন ইমরান খান।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের নাগরিকদের প্রতি শুভকামনা জানান পাক প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান পরস্পরকে চিরশত্রু হিসেবে গণ্য করে। তবে পরিস্থিতি পাল্টেছে।
সম্প্রতি একাধিকবার শান্তির বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তাতে সাড়া দিয়ে ‘পাকিস্তান দিবস’ উপলক্ষে ইমরান খানকে চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদি।
জানিয়েছিলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চায় ভারত। চিঠিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন তিনি। এবার তাতেই ইতিবাচকভাবে সাড়া দিলেন ইমরান খান।
সম্প্রতি ইস্তানবুলে ভারত-পাক পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ হয়েছে, কথাও হয়েছে। যদিও আলাদা করে কোনো বৈঠক হয়নি। তবে তারপরই ইমরানের এ চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।