

তুরস্কে অভ্যন্তরীণভাবে তৈরি প্রধান সমর ট্যাঙ্ক ‘আলতায়’-এ ব্যবহারের জন্য নিজেদের তৈরি ইঞ্জিন পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সি’-এর প্রধান ইসমাইল ডেমির জানিয়েছেন, এপ্রিলে এ পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।
ডেমির জানান, বিএটিইউ পাওয়ার গ্রুপ প্রকল্পের অধীনে স্থল যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমসি এ ইঞ্জিন তৈরি করছে। জাতীয় ট্যাঙ্কের এ ইঞ্জিনটি হবে ১২ সিলিন্ডার, ভি টাইপ, ওয়াটার-কুলড এবং টার্বোডিজেল পাওয়ার ইউনিটের। এ ইঞ্জিন হবে ১ হাজার ৫০০ অশ^শক্তির এবং ৪ হাজার ৬০০ এনএম টর্কের।
এর আগে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রধান সমর ট্যাঙ্কের জন্য ইঞ্জিন কিনতে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানকে বিকল্প হিসেবে বিবেচনা করছে আঙ্কারা।
এ মাসের শুরুর দিকে ব্লুমবার্গ জানিয়েছিল, আলতায় প্রকল্প নিয়ে কাজ করা তুর্কি কোম্পানি এমবিসি দক্ষিণ কোরীয় কোম্পানি ‘ডুসান ইনফ্রাকোর কোম্পানি’ এবং ‘এসঅ্যান্ডটি ডায়নামিকস কোম্পানি’র সঙ্গে ইঞ্জিন ও ট্রান্সমিশনের জন্য চুক্তি করতে যাচ্ছে।
ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সির বিবৃতি অনুযায়ী, এখন বিদেশ থেকে কেনা ইঞ্জিন ট্যাঙ্কের প্রাথমিক মডেলে ব্যবহৃত হবে এবং প্রধান সমর ট্যাঙ্কগুলো চলবে স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিন দিয়ে।
২০১৭ সালে প্রধান সমর ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করেছিল তুরস্ক। কিছু ইউরোপীয় দেশ পাওয়ারিং ইউনিট বিক্রি করতে অস্বীকৃতি জানানোর পর প্রকল্পের কাজ এগিয়ে নিতে সমস্যা তৈরি হয়।
এখন সে সমস্যা আর নেই। প্রসঙ্গত, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় আসার পর নিজ দেশে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে মনোযোগ দেন।
এখন এসব সরঞ্জাম নিজেদের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। অনেক উন্নত দেশ এখন তুরস্ক থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে।