

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনের মাধ্যমে।
স্বাভাবিকভাবেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে আক্রমণের নিশানা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (২২ মার্চ) বাঁকুড়ার কোতলপুর, ইন্দাস ও পুরুলিয়ায় তিনটি নির্বাচনী জনসভায় হুইলচেয়ারে বসেই অংশ নেন মমতা। এর একটিতে তিনি বলেন, বিজেপি বিষধর সাপ, যেখানে যাবে ছোবল মারবে, সাবধান!
বাংলা থেকে বিজেপিকে তাড়াতে হবে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, এই বহিরাগতদের আশ্রয় দেবেন না, তাড়িয়ে দিন। বাংলা চায় বাংলার মেয়েকে, আমাদের ভোট দিন।
আরেক সভায় তিনি বলেন, বিজেপি নির্বাচনে হাঙ্গামা করতে বাইরে থেকে ভাড়াটে গুণ্ডা এনেছে বাংলায়। পরাজয় নিশ্চিত জেনে ভোট লুট করতে চায় তারা। ওরা দস্যু রাবণদের দল, তাদের পরাস্ত করুন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে আগামী ২৭ মার্চ। ওইদিন রাজ্যের ৫টি জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল, ৪ জেলার ৩০ আসনে।