যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা: পুলিশ অফিসারসহ নিহত ১০

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১

যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় এক পুলিশ অফিসারসহ ১০ জন নিহত হয়েছে। এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় গণ-বন্দুক হামলা।

বোল্ডার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ডটারটি সোমবার শেষ রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানান, লোকজন কেনাকাটা করার সময় এই হামলা চালানো হয়। দুটি এ ঘটনাকে দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেন।

নিহত পুলিশ অফিসারের নাম এরিক টালে, ৫১।

হামলার সাথে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। লোকটিও আহত হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। সূত্র : ইউএস টুডে

মন্তব্য করুন