ইসরায়েলে নির্বাচন কাল: ফের সংকটে দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ইসরায়েলে গত দুই বছরের মধ্যে চতুর্থ দফায় জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৩ মার্চ)।

এবারও দেশটির কোনো রাজনৈতিক দল সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, এবারও ইসরায়েলে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হবে। ফলে দেশটির দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংকটের মুখে পড়তে যাচ্ছে।

তেল আবিবের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর বরাত দিয়ে পার্সটুডে বলছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ক্ষমতাসীন বা বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যদি তাই হয়, তাহলে কোনো পক্ষই সরকার গঠন করতে পারবে না।

এমনটাই দেখা গেছে ভোটের আগেরদিন অর্থাৎ আজ (২২ মার্চ) প্রকাশিত এক জনমত জরিপে। এটি পরিচালনা করেছে ইসরায়েলের শীর্ষ কয়েকটি টেলিভিশন।

দেশটিতে সরকার বা মন্ত্রিসভা গঠন করতে মোট ৬১টি আসন প্রয়োজন হলেও তা পাচ্ছে না নেতানিয়াহুর লিকুদ পার্টি বা ক্ষমতাসীন জোট। এ ছাড়া ঐকমত্য সরকারের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের বিরোধী দল বা জোটও এত সংখ্যক আসন পাবে না বলে জরিপের ফল বলছে।

এর আগের তিনটি সাধারণ নির্বাচনেও কোনো কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে ব্যর্থ হয়। এতে গত দুই বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক অচলাবস্থা চলে আসছে দেশটিতে।

এ নিয়ে বেশ চাপের মুখে রয়েছেন আগের নির্বাচনগুলোতে বেশি আসন পাওয়া নেতানিয়াহু। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচারও চলছে।

মন্তব্য করুন