মতিঝিলে ভবনে ভয়াবহ আগুন

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশন ভবন আদমজী কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

মন্তব্য করুন