

প্রবল বর্ষণের কারণে অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
শনিবার (২০ মার্চ) রাত থেকেই এই বন্যা শুরু হয়। স্থানীয় প্রশাসন সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের নাগরিকদের ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, নিউ সাউথ ওয়েলসের টার নদীর পানিতে ভেসে যাচ্ছে আস্ত ঘর। সাধারণ মানুষ নিরাপদ জায়গায় পৌঁছার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে। রাতের অন্ধকারেই তারা হাজির হয়েছে আশ্রয় কেন্দ্রে।
সিডনি জরুরি বিভাগের সহকারী কমিশনার ডিন স্টোরে বলেন, অবস্থা ‘খুবই খারাপ’। কিছু মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। বিশুদ্ধ খাবার পানির চরম সঙ্কট দেখা দিয়েছে। তবে স্থানীয় প্রশাসন এবং কেন্দ্র থেকে মানুষের কষ্ট লাঘবের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।