টিকা নেওয়ার দুই দিন পর আক্রান্ত ইমরান খান

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেওয়ার দুই দিন পর প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শনিবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. ফয়সাল সুলতান।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ফয়সাল সুলতান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে তার বাসভবনে আইসোলেশনে আছেন।

পাকিস্তানি জিও টিভির অনলাইনে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে পাক প্রধানমন্ত্রীর কার্যালয়। এক টুইট পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি জানানোর পাশাপাশি আরবি ও ইংরেজিতে একটি দোয়া সংযুক্ত করে দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইমরান খান করোনার টিকা নেন বলেও জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। নিজের টিকা নেওয়ার পর দেশবাসীকে করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে সচেতন থাকার পরামর্শও দেন পাক প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন