টিভি দেখা নিয়ে বউ-শাশুড়ির মারামারি!

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২১

বউ ডানে বলেন তো শাশুড়ি বলেন বামে। শাশুড়ির পছন্দ এক, বউয়ের আরেক। শাশুড়ি-বউয়ের মধ্যকার সম্পর্কের কথা বললে এমন সব দৃশ্যই চোখে ভেসে উঠে। এমন সাপে-নেউলে সম্পর্ক পরিবারে আনে অশান্তি। তবে এসব সমস্যার মাঝেও বউ শাশুড়ির মধ্যে মারামারি ঘটনা ঘটছে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে শাশুড়ি বউয়ে একটি ঝগড়ার ঘটনা সামনে এসেছে। বউ সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, আর শাশুড়ি সারাদিন টিভি দেখে এমন অভিযোগ তুলে মারামারিও করেছেন তারা। তাদের থামাতে শেষ পর্যন্ত পুলিশকে বাড়িতে যেতে হয়েছে।

কিন্তু পুলিশ দুই জনের অভিযোগ শুনে বাকরূদ্ধ। কারণ, বউ জানিয়েছেন শাশুড়ি সারাদিন টিভি দেখেন। রান্না করেন না। বাসি খাবার দেন তাকে। যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

অন্যদিকে শাশুড়ি জানিয়েছেন বউ মিথ্যাবাদী। ও সারাদিন ফোনে মুখ গুজে থাকেন। রান্নায় কোনও সাহায্য করে না।

দুপক্ষের অভিযোগ শুনে পুলিশ তাদের নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার অনুরোধ করে। কিন্তু নিয়ম মেনে শাশুড়ি ও বউ দুই জনের নামেই অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র-জি২৪ ঘণ্টা

মন্তব্য করুন