নগরবাসীর সাথে হাসি মুখে প্রতারণা করা হচ্ছে: শেখ ফজলে বারী মাসউদ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পিত নগরায়নের কারনে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে ঢাকা মহানগরীর বাসিন্দারা। সম্প্রতি সিটি কর্পোরেশনের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় “নগরবাসীর সাথে হাসি মুখে প্রতারণা” করা হচ্ছে। জনগণের রক্ত পানি করে ঘাম ঝড়ানো কষ্টার্জিত টাকা হরিলুট করে খাওয়া হচ্ছে। বিগত দিনের মতই নগরবাসী কাঙ্খিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকছে। বঙ্গভবনের মত সিকিউরড জায়গাতে প্রধানমন্ত্রী মশার প্রকোপ লক্ষ্য করে হতাশা প্রকাশ করেছেন নগর পিতাদের উপর। এতে স্পষ্ট অনুমেয় হয় নগরের সাধারণ বাসিন্দারা কতটুকু শান্তিতে রয়েছেন।

১৭ মার্চ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর থানা শাখার মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপর্যুক্ত কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, হাত ধোঁয়া কর্মসূচী, খাল উদ্ধার, মশক নিধন, রাস্তা হতে ব্যক্তিগত মালামাল অপসারণ সহ চোখে দেখার মত অনেক ভাল ভাল কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন। কিন্তু অপরিকল্পিত ও বাস্তবতা বিবর্জিত পদ্ধতি অনুসরণ করায় বলতে গেলে একটাও আলোর মুখ দেখেনি। যেখানে জনগণকে আপনারা মশা মুক্ত একটি রাত নিশ্চিত করতে অক্ষম, সেখানে মশক নিধন কার্যক্রমে দলবল নিয়ে ফটোসেশান এক প্রকার তামাশার ন্যায় ব্যাপার। দয়া করে মশক নিধন সহ নগরীর সমস্যা গুলোর সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান করুন। জনগণের কল্যানে কাজ করতে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করুন।

থানা সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার ২০২১-২২ সেশনের কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা কামাল উদ্দীন, সহ-সভাপতি সাদেকুর রহমান ও সেক্রেটারী মোশাররফ হোসেন-কে মনোনীত করা হয়।

মন্তব্য করুন