

১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় রাজনৈতিক সভা-সমাবেশ না করতে ঢাকা মহানগর পুলিশের ঘোষণা নাগরিক অধিকার খর্ব করার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি এ ধরণের ঘোষণাকে ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা বলে অভিহিত করেছেন।
স্বাধীন দেশে এ ধরণের ঘোষণা স্বাধীনতার মৌলিক চেতনার পরিপন্থী। অবিলম্বে ‘পুলিশ প্রশাসনের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত’ প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
আজ ১৮ মার্চ পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মুফতী হেমায়েতুল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।