ইউপি নির্বাচনে ভোট কারচুপি হলে আন্দোলনের হুমকি চরমোনাই পীরের

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিতব্য বাগেরহাট, বরিশাল ও ভোলা জেলাসহ বিভিন্ন স্থানে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের নমিনেশন পেপার জমা দিতে না দেয়া এবং প্রার্থীদের আটকিয়ে রেখে ইউপি নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করছে। সরকার দলীয় সন্ত্রাসীদের বাঁধার কারণে এসকল জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার প্রার্থীরা ফরম জমা দিতে পারেনি।

পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবিলম্বে এ সমস্যার সমাধান করে। হাতপাখার প্রার্থীদের নমিনেশন পেপার জমা দেয়ার ব্যবস্থা করে দিতে হবে।

আজ এক বিবৃতিতে পীর সাহেব বলেন, প্রশাসন সমস্যা সমাধানে ব্যর্থ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে তৃণমূলে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিতে বাধ্য হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যর্থ হলে গ্রাম পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিব জাতির ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবনপণ সংগ্রাম করলেও বঙ্গবন্ধু কন্যা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আজীবন টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠছে। নির্বাচন কমিশনের মত সাংবিধানিক এ প্রতিষ্ঠানটিকে গৃহপালিত কমিশনে পরিণত করেছে। যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের চেতনা পরিপন্থি।

মন্তব্য করুন