টিকায় ‘কিছুটা কাজ’ হয়: ট্রাম্প

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

করোনার টিকা ‘কার্যকর ও নিরাপদ’ এবং এতে ‘কিছুটা কাজ হয়’ বলে স্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে নিজ দল রিপাবলিকান সমর্থকদের টিকা নেওয়ার আহ্বান জানালেন তিনি।

বুধবার (১৭ মার্চ) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। করোনা ইস্যুতে শুরু থেকে একের পর বিরূপ বক্তব্য ও মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

এখনো বিপুলসংখ্যক মানুষ টিকা নিতে অনাগ্রহী উল্লেখ করে ট্রাম্প বলেন, তাদেরকে টিকা নেয়ার সুপারিশ করছি আমি। আমাকে ভোট দিয়েছিলেন- এমন অনেকেই তাদের মধ্যে রয়েছেন।

দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হলে মার্কিনদের তা নিতে আহ্বান জানান সাবেক প্রেসিডেন্টরা। তখন নীরব থাকলেও এবার মুখ খুললেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ক্ষমতায় থাকতে করোনা নিয়ে নানা কথা বললেও বিদায়ের আগে গত জানুয়ারিতে গোপনে সস্ত্রীক টিনা নেন ট্রাম্প। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয় এ টিকাদান কার্যক্রম।

মন্তব্য করুন