

পাবলিক ভয়েস: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গণধর্ষণ মামলার আসামি সজল জোমাদ্দার নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার বুকে ঝোলানো ছিল লেমিনেটিং করা একটি কাগজ। তাতে লেখা ছিল তার নাম সজল।
আজ শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বলতলা গ্রামের একটি মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। সজল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের আবুল হোসেন জোমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে সজলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ভান্ডারিয়া থানার একটি মাদরাসা ছাত্রী কারিমা ধর্ষণ মামলার আসামি।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, দুপুরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ভান্ডারিয়া থানার একটি ধর্ষণ মামলার আসামি সজলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের চাচা তাকে শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তার কানের পাশে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বরেও জানান ওসি এরামুল।