

জাতীয় দৈনিক সংবাদপত্র ‘বাংলাদেশ প্রতিদিন’ এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী উপস্থিত হয়ে সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তার সাথে ছিলেন দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাত্রনেতা নূরুল বশর আজিজী।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে দেয়া শুভেচ্ছা বার্তায় প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেন, দেশের ক্রান্তিকালে বাংলাদেশ প্রতিদিনকে জনগণের পাশে থেকে ইসলাম দেশ ও মানবতার পক্ষে আরো বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়ের শাসনের পক্ষে কাজ করতে হবে। তিনি বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ প্রতিদিন পরিবারের মঙ্গল কামনা করেন।