ভোট ডাকাতদের রুখতে শক্তিশালী সংগঠন গড়ে তুলুন: ইসলামী যুব আন্দোলন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন বলেন, ভোট ডাকাতদের রুখতে প্রতিটি পাড়া-মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তুলুন।

শুক্রবার  (১২ মার্চ )  বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ এর সঞ্চালনায় নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, দেশের রাজনীতি বর্তমানে ভয়াবহ রূপ নিচ্ছে। পূর্বেকার সময়ের চাইতে সন্ত্রাসী প্রবণতা ক্রমেই বেড়ে চলছে। আর এর হাতিয়ার হিসেবে যুবকদেরকেই ব্যবহার হতে দেখা যায়। ক্ষমতালোভী ও স্বার্থান্বেষী মহল যুবকদেরকে স্বল্প বিনিময়ের মাধ্যমে হাসিল করে নিচ্ছে তাদের অসাধু স্বার্থ।

এজন্য দেশে খুন, রাহাজানি ও অপরাজনীতির সয়লাব বেড়েছে। তাদের অসাধুতায় দেশের জনগণ আজ অতিষ্ঠ। তাই দেশ ও মানবতার সার্বিক কল্যাণের স্বার্থে যুব সমাজকে আদর্শবান ও স্বনির্ভর করতে ইসলামী যুব আন্দোলন কাজ করে যাচ্ছে। যুব আন্দোলনের দাওয়াত প্রতিটি যুবকের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায়।

মন্তব্য করুন