নারায়ণগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
আকিব আল হাসান এবং আশিক

পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিড মিশিয়ে পান করে দুই যুবকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই কামরুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদরাসা রোড এলাকায় আমিনুল হকের মেয়ে আরমিন হকের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিনুল হকের ছেলে নাহিদ (২২) তার বন্ধু ও অন্যান্য আনন্দ দিতে বিয়ার পানের আয়োজন করে।

এ সময় উক্ত অনুষ্ঠানে হিরো কসমেটিকস্ কারখানার মালিক হিরো হাওলাদারও যোগ দেন। কিন্তু বিয়ারে তাদের ভালো নেশা হয়নি বলে বিষয়টি হিরো হাওলাদারকে জানানো হলে তিনি তার কসমেটিকস কারখানায় রাখা স্পিড এনে দেন। পরে তারা ওই স্পিড বিয়ারের সঙ্গে মিশিয়ে পান করেন। এতে আকিবুল হাসান আকিব (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) এবং রাসেলসহ কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকিব আল হাসান গতকাল শুক্রবার সকালে এবং আশিক দুপুরে মারা যান। নিহত আকিব ঢাকার ধানমন্ডিস্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ার) প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হিরো কসমেটিকস অ্যান্ড ক্যামিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে ১২টি বিয়ারের খালি ক্যান ও হিরো হাওলাদারের কসমেটিকস কারখানা থেকে চার লিটার স্পিড জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ জানান, গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্প্রিড পানে দুই যুবকের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন