

আতিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইএলও কনভেনশন অনুস্বাক্ষর ও বাস্তবায়নের দাবিতে নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও র্যালীর আয়োজন করে। নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক সাহিদা পারভিন শিখার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশ ও র্যালীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাবা সামসুন্নাহার ভূইয়া, এমপি।
সভায় বক্তারা ২০১৯ সালেন জুন মাসে আইএলও’র ১০৮ তম শ্রম সম্মেলনে বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে নারীদের সহিংসতা ও হয়রানি নিরসনে আইএলও কনভেনশন-১৯০ গৃহিত হয়। নেতৃবৃন্দ নারী সমাজের উপর লিঙ্গভিত্তিক সহিংসতা, হয়রানি ও নির্যাতন বন্ধে উক্ত কনভেনশন অনুস্বাক্ষর ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোড় দাবি জানিয়েছেন।
একইভাবে সকল প্রকার শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।