
অস্ত্রসহ মাদকবিক্রেতা আল আমিন আলম আটক।

পাবলিক ভয়েস: ময়মনসিংহে অভিযান চালিয়ে পাইপগান ও কার্তুজসহ আল আমিন আলম (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি) জেলার হালুয়াঘাট উপজেলার খয়রাকুড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় পাইপগান ও কার্তুজসহ ওই মাদকবিক্রেতা আটক করা হয়।
আটক মাদকবিক্রেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।