
ইসমাঈল আযহার: ফ্রান্সের চার্চগুলোতে ১০ হাজারেরও বেশি শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। ১৯৫০ সাল থেকে দেশটিতে এসব শিশু যৌন হয়রানির হয়। খবর ডেইলি সাবাহ
গীর্জার অভ্যন্তরে যৌন নিপীড়নের বিষয়ে একটি ফরাসী তদন্ত কমিশনের প্রকাশিত প্রতিবেদনে এটি উঠে এসেছে। এ প্রতিবেদনে সাড়ে ৬ হাজার মানুষের সাক্ষ্যগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ফ্রান্সের ১০ হাজারেরও বেশি শিশু ১৯৫০ সাল থেকে পুরোহিতদের পুরোহিতদের যৌন তৃষ্ণার নিবারনের শিকার হয়েছে।
খবরে বলা হয়, গত জুন মাসে ওই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছিল, যৌন হয়রানি চালানো পুরোহিতদের সংখ্যা ১৫০০ এর পারে।
উল্লেখ্য, প্রতিবেদনের চূড়ান্ত সংস্করণটি আগামী অক্টোবরে প্রকাশিত হবে।
		
