

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
আমিরাতের ইসলাম বিষয়ক অধিদপ্তর শারজাহর কলবা অঞ্চলে দুটি দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন করেছে। এ মসজিদে ১ হাজার দুইশ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
আমিরাতে আরও বেশি মসজিদ নির্মাণ করতে সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজাহের শাসক ড. শায়েখ সুলতান বিন মাহমুদ আল কাসেমির নির্দেশ জারি রয়েছে।
প্রথমটি হারিথা বিন আল নুমান মসজিদ। এটি আল-সাফ অঞ্চলে অবস্থিত। মসজিদটি মোট ৩ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে নির্মিত। মসজিদে রয়েছে ইমামের বাসভবন ও ১৭. ৩০ মিটার দীর্ঘ লম্বা মিনারসহ প্রাসঙ্গিক সুবিধাসমূহ। এটাতে একসঙ্গে ৮শ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
দ্বিতীয়টির নাম আল আনোয়ার মসজিদ। মসজিদটি আল দহিয়াত অঞ্চলে অবস্থিত। এটি মোট ৩হাজার ১৬৬ বর্গমিটার আয়তনে নির্মিত।
এটিতে সবধরনের পরিসেবাসহ ও ইমামের বাসভবন রয়েছে। মসজিদটিতে রয়েছে ২৯.৭৫ মিটার লম্বা মিনার। মিনারটি সাজানো হয়েছে বৈদ্যুতিক বাতি দ্বারা। রাতের বেলা আরও সুন্দর দেখা যায় মিনারটিকে। মসজিদটিহে ৪শ ৬০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
আমিরাত নিউজ এজেন্সি থেকে ইসমাঈল আযহারের অনুবাদ