
পাবলিক ভয়েস: ব্রাজিলে বাঁধ ধসের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্ঘটনাটিতে এখনো ৩ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে এবং হেলিকপ্টারেরর সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বিবিসি
ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহোতে বাঁধটি ধসে যাওয়ায় আশপাশের বসতি এলাকার বাড়ি-ঘর ও যানবাহনগুলো কাদার নিচে চাপা পড়েছে। দেশটির জরুরি সহায়তা কর্মীরা হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ব্রাজিলের বৃহত্তম খনি কোম্পানি ভ্যালের অধিনে থাকা এই বাঁধটি ঠিক কি কারণে ধসে গেছে তা জানা যায়নি।
মিনাস জেরাইস একটি খনি প্রধান এলাকা। তবে ধসের সময় লৌহ খনিতে এবং বাঁধ এলাকায় অন্তত ৩শ শ্রমিক কাজ করতো। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রুমাদিনহোর মেয়র আভিমার দে মেলো।
নিহত ও নিখোঁজদের অধিকাংশই শ্রমিক, তারা বাঁধ এলাকায় কাজ করতো এবং ধসের সময় তারা ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাওয়ায় ব্যস্ত ছিলো। ধসের কারণে ক্যাফেটেরিয়াটি কর্দমাক্ত হয়ে যায় এবং অনেকেই ভেসে গেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার বাঁধটি ধসে যাওয়ায় পার্শবর্তী লৌহ খনিটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিকটবর্তী আরো একটি বাঁধ প্লাবিত হয়েছে। প্রসঙ্গত, তিনবছর আগে এই প্রদেশে আরো একটি বাঁধ ধসের ঘটনায় ১৯ জন নিহত হয়েছিলো।

