

জাভেদ রায়হান, কুবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া পরিচালনা কমিটির উদ্যোগে এবং শারীরিক শিক্ষা বিভাগের ব্যাবস্থাপনায় `বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে
ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আগামী ২৮-০২-২০২১ খ্রী. তারিখের মধ্যে http://dhakamarathon.com.bd এ log in করে User:freeadmin1@marathon.com.bd, password :freeadmin@1 অথবা User:freeadmin2@marathon.com.bd,password :freeadmin@2 ব্যাবহার করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ই-মেইলে প্রাপ্তি স্বীকার পত্রটি(conformation latter) শারীরিক শিক্ষা বিভাগের ই-মেইল আইডি (physicaleducation@cou.ac.bd তএ প্রেরন করে তালিকা ভুক্ত হতে হবে
ম্যারাথন প্রতিযোগিতাটি রাজার খোলা থেকে শুরু হয়ে ডাইনোসর পার্কের সামনে দিয়ে আনসার ক্যাম্প হয়ে ভার্সিটিতে এসে শেষ হবে। ডিজিটাল ম্যারাথনের ভিত্তিতে আয়োজন করা এর দূরত্ত্ব হবে ৫ কিলোমিটার
এই বিষয়ে জানতে চাইলে শা.শি.বির সহকারী পরিচালক মনিরুল আলম বলেন ` আমরা খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি এবং সকলের স্বতঃস্ফূর্ত উপস্তিতি কামনা করছি’
উল্লেখ্য উক্ত ম্যারাথন প্রতিযোগিতায় যে কেউ আবেদনের প্রেক্ষিতে অংশগ্রহণ করতে পারবে।