শপথ নিলেন বক্তাকে অপমান করা কাদের মির্জা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

আলোচিত সমালোচিত বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেয়র আবদুল মির্জা, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে ৪র্থ বারের মত মেয়র নির্বাচিত হন।

এর আগে, মাহফিলের স্টেইজ থেকে বক্তাকে অপমান করে বক্তাসহ দুজনকে পুলিশে দেন মির্জা কাদের। কাদের মির্জার অপমান করা ওই বক্তার নাম মাওলানা ইউনুস আহমেদ। বক্তাকে অপমান ও পুলিশে দেওয়ার বিষয়ে কাদের মির্জা ওই বক্তা মাহফিলে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকিয়া নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে বুধবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এদিন রাত ৮টায় বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন আবদুল কাদের মির্জা। জানা যায় – ওই বক্তা এবং তার সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তারা একই এলাকার।

একজন হলেন কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস আহমেদ (৩৭) এবং বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ইমরান হোসেন রাজু (২২) ।

মন্তব্য করুন