মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন কেবল আল্লাহকে ভয় পায়: ওয়াইসি

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধান বিরোধীদল কংগ্রেস সম্পর্কে বলেছেন, কংগ্রেস দল বিজেপি ও আরএসএসকে ভয় পায়। কিন্তু মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের একেক জন সদস্য কেবলমাত্র আল্লাহ্‌কে ভয় পায়। কোনও মানুষকে তাঁরা ভয় পায় না। তা সে যেই হোক না কেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক না কেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে আমরা সম্মান করি। কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদিকে আমরা কখনও ভয় পাই না এবং পাবোও না ইনশাআল্লাহ্।’

রোববার বিজেপিশাসিত গুজরাটের আহমেদাবাদে এক নির্বাচনী সমাবেশ বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘কেউ যদি বলে মাথানত করো। তা হতে পারে না। যদি কারও কাছে মাথানত করতে হয় তিনি হলেন জমিন ও আসমানের মালিক। মানুষের সামনে মাথানত নয়।’

আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের আগে প্রথম জনসভায় বক্তব্য দিতে আসা ওয়াইসি বলেন, ‘সংবিধান নিয়ে মজলিশ হিন্দুত্ববাদের মুখোমুখি হবে। সংবিধান দিয়ে আমরা হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ জানাব। জনগণ কংগ্রেসকে ৭০ বছর ধরে ভোট দিয়েছে কিন্তু তারা (কংগ্রেস) তাদের পক্ষে কিছুই করেনি। এখন যেহেতু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা আমাদের বিজেপির বি-টিম বলছেন।

আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য ‘মিম’ ৬টি ওয়ার্ডে ২১ জন প্রার্থী দিয়েছে। রোববার মোটর বাইক মিছিলের পরে ওয়াইসি আহমেদাবাদ রিভারফ্রন্টে একটি জনসভায় বক্তব্য রাখেন।

ওয়াইসি বলেন, ‘আমরা এখানে নির্বাচন জয়ের জন্য নয়, মানুষের হৃদয় জয় করতে এসেছি। যদি ‘মিম’ প্রার্থীরা জয়ী হন, তাহলে আমরা আপনাদের ঘর তৈরি করে দেবো এবং এলাকায় উন্নয়নমূলক কাজ করব। যদি এটি না ঘটে তবে আমি নিজে এখানে এসে আহমেদাবাদের রাস্তায় সত্যগ্রহ করব।’ পার্সটুডে

মন্তব্য করুন