কাশ্মীর সংকট সমাধানে যুদ্ধ ব্যতীত সব পদক্ষেপ গ্রহণ করুন: আল্লামা নাকভি

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

ইসমাঈল আযহার: পাকিস্তানের প্রশিদ্ধ শিয়া আলেম আল্লামা সাজিদ নাকভি বলেছেন, কাশ্মীর সংকট সমাধানের জন্য শুধু বিবৃতি দিয়ে বসে থাকলে হবে না, যুদ্ধ ব্যতীত সব রকম পদেক্ষপ নিতে হবে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মীর সংহতি দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর স্বাধীন করার প্রতিশ্রুতি দেওয়ার পর পাকিস্তান শিয়া ওলামা কাউন্সিলের প্রতিষ্ঠাতা নেতা আলেম আল্লামা সাজিদ নাকভি এ কথা বলেন।

শিয়া ইসলামিক পার্টির প্রবীণ এই নেতা বলেন, কাশ্মীরের বাসিন্দারা ওআইজেকে-এর নিপীড়ন ও নৃশংসতার শিকার হচ্ছে। তিনি কাশ্মীরি নারীদের পবিত্রতা লঙ্ঘন ও নির্দোষ বাসিন্দাদের গণহত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।

সূত্র: শিয়া গণমাধ্যম আহলে বাইত নিউজ এজেন্সি

মন্তব্য করুন