যাকাতের টাকা আত্মসাত মামলার শুনানি মুলতবি

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর হাইকোর্টে করা আবেদনের ওপর শুনানি আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে সাঈদীর পক্ষে আইনজীবী ছিলেন এজে মোহাম্মদ আলী ও মুজাহিদুল ইসলাম শাহীন।

দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

সাঈদীর বিরুদ্ধে গত ১১ জানুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এ অভিযোগ গঠন করা হয়।

একইসঙ্গে এ মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ অবস্থায় ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

মন্তব্য করুন