১৩ মার্চ খুলছে ঢাবির আবাসিক হল, ঘোষণা হবে পরীক্ষার তারিখ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

মোঃ আল আমিন ঢাবি প্রতিনিধিঃ

আগামী ১৩ মার্চ থেকে সীমিত পরিসরে খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। হল খোলা হলেও শুরুতে শুধুমাত্র অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষার্থীদের জন্য তা খোলা হবে।

আজ রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ বাহাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত করা হবে। পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে দুই সপ্তাহের মধ্যে।

মন্তব্য করুন