
প্রতীকী ছবি

পাবলিক বয়েস: সাতক্ষীরা জেলা পুলিশের চলমান অভিযানে বিভিন্ন মামলার ৫৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছে সাতক্ষীরা সদর থানায় ১৯ জন, কলারোয়া থানায় ৬ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ৫ জন, আশাশুনিতে ৮ জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় ৪ জন।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আলী আজম খান জানান, গ্রেফতারকৃতরা নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি। তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।