ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ শুরু

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০১৯ চলাকালে হল পরিদর্শন করেন।

এসময় তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগীয় শিক্ষকদের ধন্যবাদ জানান। পরীক্ষা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদ, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল কাশেমসহ প্রমুখ।

জানা গেছে, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০১৯ এর ৬টি কোর্সের পরীক্ষা হওয়ার পর বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারীর কারণে অনিদৃষ্টভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষিত হলে অবশিষ্ট ৩টি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পুরোপুরি সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষাগুলো নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটির পর এ পরীক্ষা শুরু হলো। বিভিন্ন বিভাগ বিভিন্ন তারিখে এ পরীক্ষা গ্রহণ চলমান থাকবে।

মন্তব্য করুন