
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ।
দুর্নীতির মামলায় নিজ দলের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন তিনি। নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইমরান খানকে উদ্দেশ্যে করে মরিয়ম নওয়াজ বলেন, খাজা মুহাম্মদের গ্রেপ্তারে পিএমএল-এন’র ‘সিংহরা’ ভীতু নয়। যদি ভাবেন, নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ এবং পিএমএল-এন ভয় পাবে; তবে আপনি আপনি বিভ্রান্তিতে আছেন।
মঙ্গলবার ইসলামাবাদ থেকে আসিফকে গ্রেপ্তার করেন দেশটির দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইমরানকে উদ্দেশ্য করে ইসলামাবাদে এক কর্মী সম্মেলনে মরিয়ম নওয়াজ আরও বলেন, যদি ভাবেন পাকস্তান মুসলিম লীগের ‘সিংহরা’ ভয় পাবে, তবে শুনুন। নিপীড়নের প্রতিটা কাজই আমাকে শক্তিশালী করে।

