‘ভোটাধিকার হরণ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সরকার’

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচ্যুত দলে পরিণত হয়েছে। আওয়ামীলীগ এখন বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে চলছেকিন্তু তারআদর্শ দলের নেতাকর্মীরা কেউ লালন করেনা। বিবেককেবিসর্জনদিয়েসবাই ক্ষমতা আর ভোগের রাজনীতিতে ব্যস্ত।

আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে জনগণের ভোটাধিকার হরণ দিবসউপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং দক্ষিণ সেক্রেটারী মাওলানাএবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দলেরযুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ডা. শহিদুল ইসলাম, মুফতী ফরিদুল ইসলাম, মুফতি আব্দুল আহাদ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ নগর ও সহযোগিসংগঠনের নেতৃবৃন্দ।

মাওলানা ইউনুছ আহমাদ ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হরণ দিবস উল্লেখ করে বলেন, ২০১৮সালের ৩০ ডিসেম্বর আওয়ামীলীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করেছে। শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ জানে, যে নির্বাচন ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে। ভোট ডাকাতির মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের আজো প্রশ্ন দেশের টোটাল প্রশাসনযন্ত্র কিভাবে বিক্রি হয়ে গেলো। গণমাধ্যম কিভাবে নিরব হয়ে গেল। এখন আশঙ্কা হচ্ছে, এভাবে হয়তো আমাদের স্বাধীনতাও একদিন বিক্রি হয়ে যাবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম ভাস্কর্য নিয়ে যতটা মাতামাতি করছে এর সামান্যও জনগণের ভোটাধিকার রক্ষায় কথা বলেনি। রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আমরা আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবো।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ৩০ডিসেম্বর তৎকালীন ক্ষমতাসীন দল পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে অবৈধভাবে পুনঃক্ষমতাসীন হয়েছে। অবৈধ এই সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই। তাই এই দিনে অবৈধ সরকারের প্রতি আমরা অনাস্থা প্রকাশকরছি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আওয়ামীলীগ ৩০ ডিসেম্বরকে নির্লজ্জের মতো গণতন্ত্রের বিজয় উৎসব হিসেবে পালন করছে। কিন্তু এ দেশের জনগণের কাছে এ দিনটি ভোটাধিকার হরণের কালো অধ্যায় হয়ে থাকবে। কারণ দেশে ক্ষমতাসীন আওয়ামীলীগ এই দিনে জনগণের মৌলিকঅধিকার ভোটাধিকার হরণ করেছে।

তিনি বলেন, দেশে এখন এক দলীয় শাসনকায়েম করা হয়েছে। সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। নাগরিক ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য দলমতনির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন