

পাবলিক ভয়েস: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতভর জেলা ও নগর পুলিশ তাদের গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতে নেয়া হয়। পরে আদালত তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।
পুলিশ জানায়, এদের মধ্যে ৪২ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। বাকি ৩৮ জনকে গ্রেফতার করে জেলা পুলিশ।
নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, গ্রেফতার ৪২ জনের মধ্যে ১৩ জনই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া ১২৫ পিস ইয়াবা এবং ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয় ১১ জন। অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে আরো ১৮ জনকে।
অন্যদিকে, জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান বলেন, অভিযানে জেলার গোদাগাড়ীতে তিনজন, তানোরে ছয়জন, মোহনপুরে চারজন, পুঠিয়ায় পাঁচজন, বাগমারায় তিনজন, দুর্গাপুরে পাঁচজন, চারঘাটে সাতজন এবং বাঘায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী এ অভিযানে ৪৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।