চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীর যাবজ্জীবন

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯
কারাগার প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুন সন্ত্রাসের দায়ে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।

এছাড়াও দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেকটি ধারায় তাদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ততরা হলেন- শিবগঞ্জের বিয়েনবাজার গ্রামের মহসিন রেজার ছেলে ফেরদৌস আহমেদ, কানসাট শিকারপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন আলী ওরফে আপেল, রসুলপুরের মেরাজ উদ্দিনের ছেলে আবু বাক্কার সিদ্দিক, শিয়ালমারা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে আবু সাঈদ ওরফে সায়েম এবং কানসাট গোপালনগর মোড়ের হযরত আলীর ছেলে মো. তোফায়েল।

রায় ঘোষণাকালে একজন ছাড়া সব আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৪৯ জন বেকসুর খালাস পেয়েছেন।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ মার্চ ভোররাতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি বাজারে সোনামসজিদ স্থলবন্দরগামী কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়। এতে গাড়িটির চালক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল মান্নানের ছেলে শিপন হোসেন (৩০) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আবদুল মান্নান অজ্ঞাতদের আসামি করে ওইদিনই শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির দ্রুত বিচার শেষ করার জন্য চাঁপাইনবাবগঞ্জের আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ এপ্রিল ৫৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় মোট ২৯ জনের সাক্ষ্য নেন আদালত।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মিজানুর রহমান।

মন্তব্য করুন