বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

পাবলিক ভয়েস: বান্দরবানের আলীকদমে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি দেশি একনলা বন্দুক ও বন্দুক তৈরির বিভিন্ন সরঞ্জাম।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলায় এক নম্বর আলীকদম ইউনিয়নের বাঘের ঝিরি এলাকার একটি খামার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো-চেনতুই মুরুং (২২), চংঅং মুরুং (২৮), চেখইং মুরুং (৫৬) ও দেওয়াই মুরুং (১৮)।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ জানান, সকালে বাঘের ঝিরি এলাকার আমিনুল ইসলামের খামার বাড়ি করতে আসে একদল ডাকাত। টের পেয়ে গৃহকর্তা বিষয়টি পুলিশকে জানান। এর পরপরই পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।

পরে আটক দু’জনের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আরো দু’জনকে আটক করে পুলিশ। পরে তাদের নিয়ে চাকনাই পাড়ায় অভিযান চালিয়ে মোট চারটি আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন